জেলা গোয়েন্দা শাখা কুমিল্লা কর্তৃক ৫২ কেজি গাঁজা ও ১টি ট্রাক সহ ২জন আসামী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ আজ ০৯/১০/২০২৩ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লায় কর্মরত এসআই (নিঃ)/মোঃ মামুনুর রশিদ, এসআই/ মোঃ নজরুল ইসলাম, এএসআই/ মোঃ ইলিয়াস ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চট্টগ্রাম-টু-ঢাকাগামী আলেখারচরস্থ এশিয়া এয়ারকন বাস কাউন্টারের সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এমতাবস্থায় চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশী করাকালে ঢাকা মেট্রো-ট-১৬-৩১২৮ রেজিঃ নম্বরের একটি বড় ট্রাক গাড়ী পদুয়ার বাজার বিশ্বরোডের দিক হতে আসতে দেখে গাড়িটি থামানোর জন্য সংকেত দিলে ব্যারিকেড অতিক্রম করতে না পেরে গাড়িটি থেমে ডিবি পুলিশ চিনতে পেরে ০২ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করেন। আটককৃত আসামী ১। মোঃ আব্দুর রহিম (২০), পিতা-মোঃ সাদেকুল ইসলাম, মাতা- মোসাঃ রওশন আক্তার বেগম, সাং-গণপতিপুর, পোঃ শিশাহাট, থানা- পোরশা, জেলা- নওগাঁ, ২। মোঃ মাহফুজ (১৮), পিতা- মোঃ হাশেম আলী, মাতা- মোছাঃ মোরশেদা, সাং- শেরপুর, পোঃ এনায়েতপুর, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁদের বহনকৃত উক্ত ঢাকা মেট্রো-ট-১৬-৩১২৮ রেজিঃ নম্বরের বড় ট্রাক গাড়িটি তল্লাশী করলে ধৃত আসামীদের দেখানো মতে ট্রাকের পিছনে ত্রিপল দিয়ে ডাকা অবস্থায় ০৩ (তিন) টি চটের বস্তার ভিতরে রক্ষিত ১ম বস্তায় খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো ১৩ (তের)টি পোটলায়, মোট (১৩×২)= ২৬(ছাব্বিশ) কেজি গাঁজা, ২য় বস্তায় খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো ১০(দশ)টি পোটলায়, মোট (১০×২)= ২০(বিশ)কেজি গাঁজা এবং ৩য় বস্তায় খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো ২(দুই)টি পোটলায়, মোট (২×৩)= ০৬(ছয়)কেজি গাঁজা, সর্বমোট (২৬+২০+৬) = ৫২ (বায়ান্ন) কেজি গাঁজা পেয়ে উদ্ধার পূর্বক উদ্ধারকৃত গাঁজা সহ মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি নীল-হলুদ রংয়ের বড় ট্রাক গাড়ি, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-১৬-৩১২৮ জব্দ তালিকা মূলে জব্দ করেন।

উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৩৩ , তারিখ-০৯/১০/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(৯) রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *