দৈনিক তালাশ.কমঃসরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে জেলা বি এন পির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশের গলিতে জেলা বিএনপির এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু প্রমুখ।