দৈনিক তালাশ.কমঃগ্রেফতার অভিযানঃশুক্রবার (০৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২১:৪৫ ঘটিকার সময় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা বাজার সাকিনস্থ জননী সুপার মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হইতে ১। শ্রী কাশিনাথ বসু (৪৫), পিতামৃত- মুরারী মহন বসু, মাতা-দেবীকারানী বসু, সাং-কৃষ্ণনগর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, ২। অনুপ সাহা (৩৮), পিতা-মৃতু অসিত সাহা, মাতা-সাবিতা সাহা, সাং-ভওয়াখালী, থানা ও জেলা- নড়াইলদ্বয়কে ২৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৭৫,০০০/= টাকা।
এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।