দৈনিক তালাশ.কমঃগত ০৬/১০/২০২৩খ্রিঃ তারিখ ২২.৪০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ০৬নং জগন্নাথপুর ইউপিস্থ বাখরাবাদ সাকিনের মৈশান বাড়ী ধৃত আসামী মোঃ আমিন উদ্দিন ভুট্রু এর বসত বাড়ীর দক্ষিন ভিটির একচালা টিনসেড ঘরের পশ্চিম পাশের রুমের ভিতরে তল্লাশী করে ১,০০০(একহাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ আমিন উদ্দিন ভুট্টো(৫০), পিতা-মৃত মনু মিয়া, মাতা-সাফিয়া খাতুন ,স্থায়ী:-: গ্রাম- বাখরাবাদ (শুটকি বেপারী বাড়ী সংলগ্ন, মৈশান বাড়ী, পোঃ-চাপাপুর, ০৬নং ইউপি),উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী,জেলা -কুমিল্লা।
এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-২২, তারিখ- ০৭ অক্টোবর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তে মামলা রুজু করা হয়।
উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বের ০১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।