দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির মেশিনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
তিনি বলেন, অভিযানে জালনোট ছাপানোর সরঞ্জাম ও( ৭ লাখ ৮০ হাজার জাল টাকা, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, জালনোট তৈরির তিনটি ডাইস, দুইটি জালনোট তৈরির গ্লাস, (এক কেজি) ট্রেসিং পেপার, ৪টি পেপার- ২৫০ পেজ ও জাল নোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রংয়ের কালি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গতকাল শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজিজ মোল্লার ভাড়াবাড়ীর ৪র্থ তলায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে জাল নোট প্রস্তুত করা অবস্থায় গ্রেপ্তার করে।