দৈনিক তালাশ.কমঃআজ ০৪-১০-২০২৩ খ্রিঃ তারিখ জনাব মোঃ সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা মহোদয় ফরিদপুর জেলা সফর করেন। বিভাগীয় কমিশনার মহোদয় জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরে পৌঁছালে তাঁকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং জেলা পুলিশ, ফরিদপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ফরিদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, পিপিএম।
বিভাগীয় কমিশনার মহোদয় জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর এবং জেলা ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্র উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত জনাব মোঃ শামীম হক, সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগ, জনাব শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা আওয়ামী লীগ, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান, ফরিদপুর সদর উপজেলা পরিষদ, জনাব অমিতাভ বোস, মেয়র, ফরিদপুর পৌরসভাসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
[মিডিয়া এন্ড পিআর, জেলা পুলিশ, ফরিদপুর]