দাউদকান্দি তিতাস উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী-ব্যারিষ্টার মহিউদ্দিন আহম্মেদ

দৈনিক তালাশ.কমঃ ৯০ দশকের ছাত্রলীগ থেকে উঠে আসা এবং দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ও বঙ্গবন্ধুর আদর্শ কে লালন করে আসছেন ব্যারিস্টার মহিউদ্দিন আহম্মেদ। তিনি কুমিল্লা -১(তিতাস ও দাউদকান্দি) আপামর জনগণের কাছে দোয়া প্রত্যাশা করছেন।১. নাম : মহিউদ্দিন আহম্মেদ২. পিতা : শাহজাহান মাস্টার ৩. মাতা : নাফিছা জাহান।৪. পেশা : এডভোকেট, বাংলাদেশ সুপ্রীমকোর্ট ৫. জন্মতারিখ : ৩১.১২.১৯৭২৬. শিক্ষাগতযোগ্যতা: ক. মাস্টারস অব সোস্যাল সাইন্স (পাবলিক এডমিনিষ্টেশন)খ. এলএল.বি. (N U)গ. এলএলবি অনার্স লন্ডন ইউনিভার্সিটি ঘ. এল এল এম, নর্দাম্ব্রিয়া ইউনিভার্সিটি, যুক্তরাজ্য।ঙ. বার-এট-ল, অনারেবল সোসাইটি অব লিংকনস ইন্।৭. স্থায়ী ঠিকানা : গ্রাম: গোলাপের চর, থানা: দাউদকান্দি জেলা: কুমিল্লা

৮. বর্তমান ঠিকানা : ফ্ল্যাট নং-৫-কে, বেইলী ব্রীজ ১ নিউ বেইলী রোড, রমনা, ঢাকা।মোবাইল : ০১৭১১৩৯৯৯১৮

রাজনৈতিক পরিচয় :
ক. সদস্য, আইন বিষয়ক উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।

খ.সাবেক সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ।(২০১৩-২০১৫)

গ. তথ্য ও গবেষনা সম্পাদক, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগ।

ঘ. সাবেক প্রচার সম্পাদক, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগ (২০১৭-২০২০)

ঙ. সাবেক সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদ (২০১২-২০১৭ )

চ. সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদ (২০০৮-২০১২)

ছ.সাবেক যুগ্ম আহবায়ক, কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগ (১৯৯১-১৯৯৩)

জ. সাবেক সহ-সভাপতি, দাউদকান্দি থানা ছাত্রলীগ (১৯৯০-১৯৯৫)

ঝ. সাবেক সদস্য, ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া (১৯৯৪-১৯৯৭)

১০. আইনজীবী হিসাবে দায়িত্ব পালনঃ
ক. মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১/১১ সরকার মামলা দায়ের করলে, ঐ মামলা প্রত্যাহারের দাবীতে স্বাক্ষর সংগ্রহ এবং তার মুক্তির দাবীতে লন্ডনের সকল আন্দোলন সংগ্রামে নেতৃস্থানীয় ভূমিকা রেখেছেন।লন্ডনের হাউস অব কমন্স ও আলতাফ আলী পার্কে সমাবেশ করে মাননীয় প্রধানমন্ত্রীর মুক্তি দাবী করেন।

খ. বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের যুক্তরাজ্য শাখার সভাপতি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু সংশ্লিষ্ট সকল বিষয়ে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন।

গ. জাতির পিতা বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকীর প্রতিটি নির্বাচনের সময় সার্বক্ষনিক নির্বাচনী প্রচারণা সহ অন্যান্য কর্মকান্ডে সম্পৃক্ত থাকেন। নব নির্বাচিত সিলেটের মেয়র আনোয়ার চৌধুরী, ব‍্যারিষ্টার অনুকুল তালুকদার ডালটন, যুক্তরাজ্য আওয়ামী লীগের
সভাপতি জনাব সুলতার মাহমুদ শরীফ, সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাসেম খানের নেতৃত্বে।

১১. তারেক জিয়ার সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডের বিরুদ্ধে হাউজ অব কমন্সে ও হোমস সেক্রেটারী তেরেসামের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া তারেক জিয়ার সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী কর্মকান্ড, বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে শিষ্টাচারহীন বক্তৃতা ও বিবৃত্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। তদপ্রেক্ষিতে তৎকালীন হোম সেক্রেটারী তেরেসা-মে লিখিতভাবে আমাকে জানান যে, উল্লেখিত বিষয়ে তারেক জিয়াকে সতর্ক করা হয়েছে।

১২. সামাজিক কর্মকান্ডে ভূমিকা :
নির্বাচনী এলাকায়, অসহায়, দরিদ্র, সামাজিকভাবে বিপর্যন্ত মানুষদের মধ্যে নানারূপ সহযোগীতা প্রদান করছেন। দলীয় নেতাকর্মীদের বিভিন্নভাবে সহায়তা করেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রায় সব সময়েই সম্পৃক্ত থেকে আওয়ামী লীগের পক্ষে তথা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জনমত সৃষ্টিতে ভূমিকা রাখেন।

১৩. আইন অঙ্গণে ভূমিকা: বাংলাদেশ সুপ্রীমকোর্টে আইন পেশায় সক্রিয় থেকে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে আইনী সহায়তা দেন। এছাড়া বিএনপি-জামাত পন্থী আইনজীবীদের বিরুদ্ধে চলমান আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন।

১৪. ছাত্র জীবন থেকে শুরু করে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সবশেষে লন্ডনে আইন বিষয়ে পড়াশুনা ও বার-এট-ল করার সময়ে বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে সব সময়েই সক্রিয় ভূমিকা পালন করেন। নিজ উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে সব সময়ই সম্পৃক্ত আছি। বর্তমানে জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

১৫. পেশাগত সম্পৃক্ততা : বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী।
সাবেক আইনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সিনিয়র এডভোকেট.মরহুম আব্দুল মতিন খসরু স্যারের জুনিয়র হিসাবে আব্দুল মতিন খসরু এসোসিয়েটস এর সাথে কাজ করছেন।

মনোনয়নপ্রত্যাশী-ব্যারিষ্টার মহিউদ্দিন আহম্মেদ বলেন
রাজনৈতিক আমার পেশা আর এই পেশাকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের স্থানীয় সেবক হতে চান বলে তিনি জানা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *