দৈনিক তালাশ.কমঃ মোঃ আদম আলী,নিজস্ব প্রতিনিধ: তালা-কলারোয়ায় উন্নয়নের ছোয়া লাগেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। তিনি আজ তালার ডাক বাংলার সামনে এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন।
সাতক্ষীরা জেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আদম আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, তালা-কলারোয়ার রাস্তা-ঘাট দেখলে মনে হয় না যে, এখানে কোন জনপ্রতিনিধি আছেন।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতীক নিয়ে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ সময় দূর্বৃত্তায়নের রাজনীতি থেকে বেরিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় জনগণের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করতে আহবান জানান তিনি।
পথসভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ন্যাপের সভাপতি হায়দার আলী শান্ত, জয়নগর ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।