দৈনিক তালাশ.কমঃ জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এই প্রতিরক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৩ অক্টোবর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জামালপুর এর ‘জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জনাব মোঃ শফিউর রহমান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস, রেঞ্জ কমান্ডার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার।
পুলিশ সুপার মহোদয় বলেন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে আনসারের সর্বাত্মক সহোযোগিতা কামনা করি। তিনি আরো বলেন সামনে জাতীয় নির্বাচন তাই সকল কে পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে সহযোগিতা করা প্রয়োজন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন জনাব মোঃ মাহবুবুল আলম অধিনায়ক ৩২ আনসার ব্যাটালিয়ন নালিতাবাড়ী শেরপুর। জনাব ড. মোস্তারী জাহান ফেরদৌস বিএএমএস জেলা কমান্ড্যান্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ। জনাব বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজাত আলী সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর। জনাব মোঃ মিজানুর রহমান জেলা কমান্ড্যান্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জামালপুর।
কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি