জেলা ডিবি যশোরের অভিযানে জ্বীনের বাদশা পরিচয়ে টাকা আত্মসাৎ চক্রের ১জন গ্রেফতার 

দৈনিক তালাশ.কমঃ ঘটনার সংক্ষিপ্ত বিবরন ও গ্রেফতার অভিযানঃ জনৈকা কল্পনা আক্তার’র স্বামী মালয়েশিয়া প্রবাসী। তার স্বামীকে মালয়েশিয়ায় লটারি পাওয়ার কথা বলে মোবাইলে যোগাযোগ করে জ্বীনের বাদশা পরিচয়ে অজ্ঞাতনামা এক লোক। বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ১৫/০৮/২২ হতে ০১/০৯/২২ তারিখের মধ্যে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৭,৪৪,৬০০/= টাকা। হাতিয়ে নেয়। এ সংক্রান্ত ঝিকরগাছা থানার মামলা নং-০১, তাং-০১/১০/২৩ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি এসআই শেখ আবু হাসান, ডিবি যশোর মামলা তদন্ত করছেন।

তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীর নাম ঠিকানা সংগ্রহ ও অবস্থান সনাক্তপূর্বক মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ আবু হাসান সঙ্গীয় এসআই নূর ইসলাম এর সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১/১০/২৩ খ্রিঃ তারিখ ১৩:৩০ ঘটিকায় সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় প্রতারক চক্রের সদস্য (১) মোঃ মিরাজ (২৪), পিতা- ইয়াসিন পাটোয়ারী, সাং- ফুলকাচিয়া, থানা- বোরহান উদ্দিন, জেলা- ভোলাকে গ্রেফতার করেন। তার দখল হতে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক গৃহিত নগদ ১,০০,০০০/= টাকা ও প্রতারনার কাজে ব্যবহৃত ০২টা মোবাইল সেট উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *