সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের ধারাবাহিক সাফল্য অব্যাহত

দৈনিক তালাশ.কমঃসাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোর জনগনের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ফলস্বরুপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর গত সেপ্টেম্বর /২০২৩ মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারন ডায়রী ভুক্ত ৫০ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত সর্বমোট (২৩) টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। ভুলবশতঃ অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার শিকার ০৯ জন ভুক্তভোগীর নগদ/বিকাশে সর্বমোট ১,১৮,০৭৫/-(এক লক্ষ আঠারো হাজার পচাঁত্তর) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া ০২টি হোয়াটসঅ্যাপ একাউন্ট, ০২টি ইমো আইডি, ০২টি টিকটক আইডি রিকভারি করা হয়েছে।
বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তি/ ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তার মাধ্যমে ০৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
এছাড়াও মোবাইলের মাধ্যমে হুমকি প্রদান সংক্রান্ত ০২টি অভিযোগের সমাধান করা হয়েছে। সেইসাথে দীর্ঘদিন যাবৎ পলাতক ১ জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারে থানা পুলিশকে সহযোগিতা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *