সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের মহাসমাবেশ

দৈনিক তালাশ.কমঃ জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপরাজনীতির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা-জনতা,পেশাজীবি ও তারুণ্যের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৩০সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মেরিন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ মহাসমাবেশ এর আয়োজন করা হয়।

এমপি মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জামাল উদ্দিন।

মহা-সমাবেশের প্রধান অতিথি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে৷ সকল ষড়যন্ত্র ডিঙিয়ে একের পর এক মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আর একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি-জামাতের সন্ত্রাসীরা দেশকে বারবার পিছিয়ে নেয়ার অপচেষ্টা করছে। তাদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি, হবেও না।

তিনি আরও বলেন, ‘আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্লামেন্টে দুইবারের নির্বাচিত এমপি প্রয়াত আলহাজ আব্দুল মালেক দীর্ঘ প্রায় ৫০ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সরিষাবাড়ীতে বিএনপি-রাজাকারগোষ্ঠী তালুকদার পরিবারের বিরুদ্ধে রাজপথে বঙ্গবন্ধুর আদর্শ রক্ষার লড়াই-সংগ্রাম করে গেছেন। আমার শরীরে সেই বীরমুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত, ভবিষ্যতে তালুকদার পরিবারের কাউকে আর সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ বা মাথাচাড়া দিয়ে দাঁড়াবার সুযোগ দেয়া হবে না।’

প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে দলের মনোনয়ন প্রত্যাশায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *