শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

দৈনিক তালাশ.কমঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি মহোদয় নিয়ামতপুর থানাধীন শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে এবং মাননীয় খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি মহোদয় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।

   অনুষ্ঠানে নওগাঁ-২ আসনের মাননীয় সংসদ সদস জনাব মোঃ শহীদুজ্জামান সরকার,নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ছলিম উদ্দিন তরফদার,নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ার হোসেন হেলাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ফয়সল  মাহমুদ, পিপিএম অ্যাডিশনাল  ডিআইজি, রাজশাহী রেঞ্জ,বাংলাদেশ পুলিশ,রাজশাহী। নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক স্বাগত বক্তা হিসাবে এবং সম্মানিত জেলা প্রশাসকসহ রাজশাহী বিভাগ ও রাজশাহী জেলার বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *