দৈনিক তালাশ.কমঃশেরপুর নকলা উপজেলার পাইসকা বাইপাস থেকে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শেরপুর নকলা থানা পুলিশ
গ্রেফতারকৃত মোহাম্মদ সোহেল মিয়া কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর বৃহসপতিবার ২০২৩ খ্রি.) ভোর ৫:২৫টায় নকলা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
নকলা থানার এস আই বিল্পব মোহন্ত এশিয়ান টেলিভিশনকে বলেন, উপজেলার বাইপাস মোড়ের দিকে কতিপয় লোক গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নকলা থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো: সোহেলকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত সোহেল মিয়া নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলা, শ্রীরাম খোলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এস আই বিল্পব মোহন্ত ইতিমধ্যে মাদক উদ্ধার করে নকলা উপজেলায় সুধি মহলে ব্যাপক ভাবে প্রশংসিত হযেছেন। তিনি মাদক উদ্ধার করতে গিয়ে অনেক বার আহত হয়েছেন।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মো; সোহেলের বিরুদ্ধে নকলা থানায় একটি মামলা রুজু হয়েছে।