দৈনিক তালাশ.কমঃঅভিযান-১(২৭ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ ) ডিবি যশোরের এসআই (নিঃ)/শেখ আবু হাসান, এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজিব, এএসআই(নিঃ)/৮৭১ মোঃ আজাহারুল ইসলাম, এএসআই (নিঃ)/৫৩৮ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.১০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন খলশী উত্তরপাড়া সাকিনস্থ জনৈক ইব্রাহিম সরদার @ ডাবলু (৪০), পিতা-মোঃ শাহাদাত এর বসত ঘরের পিছনে গাছগাছালী যুক্ত বাগানের মধ্যে হইতে আসামী ১। ইব্রাহিম সরদার @ ডাবলু (৪০), পিতা-মোঃ শাহাদাত সরদার, সাং-খলশী উত্তরপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ২০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ফেনসিডিল এর মূল্য অনুমান ৬০,০০০/-টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(২৮ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ শাহিনুর রহমান, এসআই(নিঃ)/ বিপ্লব সরকার, এএসআই(নিঃ)/মোঃ আমিরুল ইসলাম, এএসআই(নিঃ)/৪৮৪ শেখ কামরুল আলম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৩.২০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী থানাধীন যশোর টু ঝিনাইদহ মহাসড়কের কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ সোহাগ (৩১), পিতা হায়দার আলী, সাং-উত্তর নলিতাদহ কলোনী পাড়া, কোতয়ালী,যশোর কে ৮০ (আশি) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ২৪,০০০/-টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।