দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ, বাংলা ভাষা উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, সর্বস্তরের বাংলা ভাষা, শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণ কর্মশালা -২০২৩ অনুষ্ঠিত। সোমবার (২৫ সেপ্টেম্বর) টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর ১২টায় জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্স, পেট্রো বাংলার প্রথম মহিলা ডাইরেক্টর (এক্সপ্লোরেশন) সেলিমা রহমান। । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লেখক শিক্ষানুরাগী ও সমাজসেবক রোটালিয়ান অধ্যাপক রতনচন্দ্র সাহা। প্রধান আলোচক অধ্যাপক মোঃ লুৎফুর রহমান। জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ, বাংলা ভাষা উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবদান ও সর্বস্তরে বাংলা ভাষা, শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মাশালা-২০২৩
লিখিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক ও সরকারি শিক্ষকবৃন্দ।
উপস্থিত ছিলেন ছায়ানীড়ের পরিচালক (প্রশাসন) শাহনাজ রহমান। আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সম্পাদক অধ্যাপক এবিএম আব্দুল হাই, একই পত্রিকার সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজ প্রমূখ।