দৈনিক তালাশ.কমঃনওগাঁ প্রতিনিধি নওগাঁ সাপাহারে সাথী সেবা ক্লিনিক এর মালিক মোঃ ইউনুস আলির ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
‘সাথী সেবা ক্লিনিকের’ ব্যবস্থা পত্রের উপরে ডাঃ মোঃ ইউনুস আলীর পরিচয় দেওয়া ব্যবস্থা পত্র এবং সেখানে ডাঃ আমিনুল ইসলামের সাক্ষর থাকলেও সেখানে সিল নেই এবং অপারেশন করার জন্য কোন সহকারী ডাক্তার নেই, আছে শুধু দু’ জন নার্স। রোগীকে যে ডাক্তার অপারেশন করেছেন ওটি খাতায় সে ডাক্তারের সাক্ষর নেই, অ্যানেসথেসিয়া ডাক্তারের স্বাক্ষর নেই, অপারেশন থিয়েটারে ৯টি লাইটের মধ্যে ৩টি লাইট নষ্ট, প্রয়োজনীয় কাগজ পত্রে একই হাতের লিখা কিন্তু স্বাক্ষর আলাদা আলাদা ডাক্তারের, ক্লিনিকে সার্বক্ষনিক ডাক্তার ও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় বিকেল ৫টায় সাপাহার পেট্রোল পাম্প সংলগ্ন গোডাউনপাড়া মোড়ে ‘সাথী সেবা ক্লিনিকে’ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ক্লিনিক মালিক মোঃ ইউনুস আলীর ১লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় সেখানে উপস্থিত ছিরেন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ আলমগীর কবির, সাপাহার থানার এস আই রবিউল ইসলাম।
উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ।