দৈনিক তালাশ.কমঃগ্রেফতার অভিযানঃমঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ভোর ০৪:৩৫ ঘটিকায় যশোর জেলার চৌগাছা থানাধীন মাদ্রাসা রোডস্থ নুর আলী মৃধা মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে চোরাকারবারি (১) জসিম উদ্দিন @ ঝাল জসিম (৩৫), পিতা- রেজাউল ইসলাম, সাং- চৌগাছা পশ্চিমপাড়া, থানা- চৌগাছা, জেলা- যশোরকে ৬০০০ পিস ভারতীয় চশমা উদ্ধারসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে ২৪,০০,০০০/= (চব্বিশ লক্ষ) টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।