জগদীশপুর বাজার থেকে ২৫ ক্যান বিদেশী মদ এবং ৫০০ গ্রাম গাঁজা সহ ১ জন কে গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ অদ্য ২৬/০৯/২০২৩ খ্রিঃ তারিখ মঙ্গলবার সময় ১৪:০০ ঘটিকা হতে ১৫:৩০ ঘটিকা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জ এর সহকারী পরিচালক জনাব সাজেদুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক জনাব কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত রেইডিং টিম মাধবপুর থানাধীন জগদীশপুর বাজার সংলগ্ন হাই স্কুল মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ ক্যান বিদেশী মদ এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করেন।

আসামীর_নাম_ও_ঠিকানা
মোঃ শাহ আলম (৪৩) (গ্রেফতার), পিতা- আব্দুল হাসিম, মাতা- রাবিয়া খাতুন,স্থায়ী,সাং-চারাভাঙ্গা পূর্বপাড়া,পোঃ ইটাখোলা,থানা-মাধবপুর,জেলা-হবিগঞ্জ,হাল সাং- জগদিশপুর বাজার (হাইস্কুলের মাঠের উত্তর পাশে), ০৮নং ওয়ার্ড, ০৭নং জগদীশপুর ইউ/পি, থানা- মাধবপুর,জেলা হবিগঞ্জ।

এ বিষয়ে পরিদর্শক জনাব কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *