আজ হারুন-অর রশিদ তরফদারের ৫০তম মৃত্যুবার্ষি

দৈনিক তালাশ.কমঃ জামালপুর প্রতিনিধি:বঙ্গবন্ধুর অন্তপ্রাণ আওয়ামী লীগ নেতা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হারুন-অর রশিদ তরফদারের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) মরহুম হারুন-অর রশিদ তরফদারের স্মৃতি স্মরণে ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করেছেন উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল এবং মরহুমের পরিবারের সদস্যবৃন্দরা।

জানা যায়, গভীর দেশপ্রেম মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর সামাজিক মূল্যবোধ এই তিনটি বিরল গুণের অভূতপূর্ব সম্মিলন ঘটেছিল সকলের প্রিয় শিক্ষক হারুন অর রশিদ তরফদারের চরিত্রে। তিনি সরিষাবাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি শিক্ষিত জাতি গড়ার মহান ব্রত নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে তৎকালীন সময়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরিষাবাড়ী রানী দিনমনি মডেল পাইলট হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং আমৃত্যু এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি একাধারে আওয়ামী বুদ্ধিজীবী, বঙ্গবন্ধুর অন্তপ্রাণ আওয়ামী লীগ নেতা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। একাধারে প্রকৃত মানুষ ও নেতা গড়ার মহান কারিগর ছিলেন। ১৯৭১সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলে, সেই ডাকে সাড়া দিয়ে তার নিজের একটি ৫০ সি.সি মোটরসাইকেলে করে তৎকালীন আওয়ামীলীগ নেতাদের সঙ্গে নিয়ে সরিষাবাড়ীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতেন। মহান মুক্তিযুদ্ধে সরিষাবাড়ীর ছাত্র শ্রমিক জনতাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, তাদের সংগঠিত করে দলে দলে মুক্তিযুদ্ধে পাঠাতেন। মহান মুক্তিযুদ্ধে জিতেও তিনি হেরে গিয়েছেন প্রতিহিংসাপরায়ন রাজনীতির নির্মম শিকার হয়েছেন। কারন আদর্শের গুনে তিনিই ছিলেন সরিষাবাড়ীতে জনপ্রিয়তার শীর্ষে। সে কারনেই রাজনৈতিক প্রতিদ্বন্দির চোখের বালি হয়ে ওঠে ছিলেন।

উল্লেখ্য; ১৯৭৩ সালে ২৫ সেপ্টেম্বর ব্যবসায়িক কাজ শেষ করে চট্রগ্রাম থেকে রিজার্ভেসন ট্রেনে সরিষাবাড়ী আসার পথে নির্মমভাবে খুন হতে হয় তাকে। আখাওড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থামার পর রেলওয়ে পুলিশের সন্দেহ হয় ট্রেনের কাচ ভাঙ্গা দেখে। পরে পুলিশ ভিতরে ঢুকে স্যার হারুন অর রশিদ তরফদারের মৃত দেহ দেখতে পায়, (ইন্নানিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) আজ তার ৫০তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্যবৃন্দরা গভীর শোক প্রকাশ এবং রুহের শান্তি কামনাই বিশেষ মোনাজাত করা হয়।

কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *