দৈনিক তালাশ.কমঃ ময়মনসিংহ ত্রিশালে উপজেলায় কোনাবাখাইল ফাজিল সিনিয়র মাদ্রাসায় নামে নানা অনিয়মের অভিযোগ জানিয়েছে ভুক্তভোগীরা।
অভিভাবক সদস্য দিয়ে গভর্নিং বডি কমিটি গঠন করে বিধি বহির্ভূত ভাবে কর্মচারী নিয়োগ দিয়েছেন বলে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষের বিরোদ্ধে অভিযোগ উঠেছে ।এ বিষয়ে অত্র মাদ্রাসার একজন ছাত্র ও অভিভাবক মোঃ আকাশ মিয়া( ভোটার তালিকা নং ৩০০) । বাদী হয়ে জেলা ময়মনসিংহের বিজ্ঞ ত্রিশাল সহকারী জজ আদালতে ১৭/১১/২০২২ইং তারিখে গভর্নিং বডি বাতিল চেয়ে একটি মামলা দায়ের করা হয়।মোকাদ্দমা নং ২০,২০২২। তাহার পর উক্ত আদালত মামলার আরজি শোনানী করিয়া বিবাদী অধ্যক্ষ আনিসুর রহমানকে ২১ দিনের সু-কোচ করেন ও সকল বিবাদীগনের জবাব দেওয়ার নির্দেশ প্রদান করেন ।
যাহার সম্মন জারী পাওয়ার পর দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ১৫/০১/২০২৩ইং তারিখে প্রার্থীর নিকট গোপনে দরখাস্ত আহব্বান করে। দুই জন ৩য় ও ১ জন ৪র্থ শ্রেনির কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেন ।
উক্ত বিজ্ঞপ্তির পত্রিকা গোপন রাখিয়া তাদের নিজস্ব লোকদের নিকট হইতে দরখাস্ত আহব্বান করেন। কিন্তু বাদী তাহা জানিতে পারিয়া তাৎখানিক পত্রিকা সংগ্রহ করিয়া বিগত ২০/০২/২০২৩ ইং তারিখে উকিলের মাধ্যমে মোকাদ্দম নং ২০, মামলার হেয়ারিং পত্রিকা সহ সকল প্রমানাদী দাখিল করেন। উক্ত আদালত ঔ দিন বাদীর দেওয়া সকল প্রমানাদী পর্যালোচনা করে ১৯০৮ সনের দেওয়ানী কার্যবিধ আইনের আদেশ ৩৯ ও বিদি ০১ এবং ধারা ১৫১ এর অধীনে উক্ত কমিটির উপরে নিয়োগ ও অন্যান্য কার্যক্রমের অস্থায়ী নিষেদাজ্ঞা প্রদান করেন।
বিবাদী আনিসুর রহমান গং বিগত ২০/০৩/২০২৩ ইং তারিখে আদালতের জবাব দেন। জবাবে তিনি উল্লেখ করেন মাদ্রাসায় কোন শিক্ষক/ কর্মচারীর পদে শুন্য হলে গভর্নিং বডির নির্দেশে ২নং বিবাদী শুধু মাত্র বিজ্ঞপ্তি প্রদান করিয়া থাকেন এবং নিয়োগের নিমিত্তে পৃথক একটি নিয়োগ কমিটি গঠিত হয়।ঔ নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে গর্ভানিং বডি নিয়োগ প্রদান করিয়া থাকেন।এই বিবাদীর পক্ষে অতপর উক্ত আদালতে উভয়ের শুনানীর পর অস্থায়ী নিশেধজ্ঞা ভেঙ্গে দেন। তার পর বিগত ২৭/০৩/২০২৩ ইং তারিখে জেলা ময়মনসিংহ বিজ্ঞ আদালত বাহাদুর মিছ আপিল করেন। মিছ আপিলের মোকদ্দমা নং ২৩/২০২৩ ইং সন
মিছ আপিলের শোনানীর তারিখ ২৫/০৬/২০২৩ ইং যাহার নোটিশ জারি হয়েছে।
বিজ্ঞ জজ না বসাতে পরবর্তী তারিখ৩০/০৭/২০২৩ ইং ধার্য করা হয়। কিন্তু উক্ত জেলা ময়মনসিংহ বিজ্ঞ জেলা জজ বাহাদুর আদালত হইতে বিশেষ জজ আদালতে মিছ আপিল শোনানীর জন্য বদলী করা হয় ।অত পর বিশেষ জজ আদালত আগামী ২৬/১০/২০২৩ইং তারিখে শুনানীর দিন ধার্য করেন। উল্লেখ্য যে ,২২ শে জুন বৃহ:পতিবার দেশের কন্ঠ পত্রিকায় সাংবাদিক মাধ্যমে সরজমিনে তদন্ত করে ত্রিশাল ও ময়মনসিংহ প্রতিনিধি নিউজ প্রকাশ করেন । যাহা আদালতে শুনানীর জন্য পত্রিকা ও অন্যান্য প্রমানাদী পেশ করার জন্য নথি ভুক্ত করা হয়েছে। তাহা সত্যে উক্ত মোকাদ্দমা নং ২৩,২০,২৩, গোপন রাখিয়া ডিজির প্রতিনিদির মাধ্যমে নিয়োগ ২৬/০৫/২০২৩ ইং তারিখে গর্ভনিং বডির সভাপতি শাহিন পারভেজ ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনিসুর রহমান মিলে প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা না দিয়ে , নিয়োগক প্রক্রিয়ার কোন সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে পছন্দ মতো স্থানে নিয়োগ পরীক্ষা গ্রহন করে। উক্ত অধ্যক্ষ আনিসুর রহমান ২৯/০৫/২০২৩ ইং তারিখে প্রার্থীদেরকে প্রতিষ্ঠানে যোগদান করার জন্য নিগোগ পত্র প্রদান করেন।
গর্ভনিং বডির সভাপতির স্বজনপ্রিতি ০১। জনাব , শাহিন পারভেজ . পিতা- রুহুল আমিন। ০৪। মোসা, রোকছানা বেগম, পিতা -রুহুল আমিন, বিদ্যোৎসাহী প্রতিনিধি।১০। জনাব , মোঃ এবি ছিদ্দিক ( সভাপতির আপন চাচাতো ভাই ),পিতা- ফজলুল হক লাল মিয়া।( রুহুল আমিন ও ফজলুল হক আপন ভাই) নিয়োগ পাপ্ত তাছলিমা খাতুন ( সভাপতির আপন ছোট ভাই এর বউ)। নিয়োগ পাপ্ত মাহমুদুল হাসান অধ্যক্ষর আপন শালিকার ছেলে।