দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক তালাশ ডটকম :নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (১১ মে) বিকেলে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ গনমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃত্তিতে তারা এ নিন্দা জ্ঞাপন করেন।বিবৃত্তিতে বন্দর প্রেসক্লাবের সভাপতি এডঃ শাহ আলী খান পিন্টু ও সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবু সাউদ মাসুদ গত ২০ বছর ধরে দেশের র্শীষ বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় অতি সুনামের সাথে কাজ করে গেছেন।বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিক আবু সাউদ মাসুদের  বিরুদ্ধে দায়েরকৃত মামলার  তীব্র নিন্দা জ্ঞাপনসহ অনতি বিলম্বে মামলা প্রত্যেহারের দাবি জানাচ্ছি।উল্লেখ্য, নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের পিএস হাফিজুর রহমানের দায়েরকৃত মামলায় গত বুধবার (১০ মে) দুপুরে আমলী আদালত (ক অঞ্চাল) এর বিচারক মোনালিসা সাংবাদিক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি আদেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *