দৈনিক তালাশ.কমঃঅদ্য ২৪/০৯/২০২৩ তারিখ অপরাহ্নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন অভিযান চালিয়ে ৫৩,০০০ পিস ইয়াবা, ৩টি পিস্তল, ১টি রিভলবার, ০৩ টি ম্যাগাজিন ও ১৪১ রাউন্ড গুলি এবং ৭০০গ্রাম অজ্ঞাত হেরোইন সদৃশ মাদক(ডাইস আকারে) উদ্ধার করা হয়। ০৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রতিনিয়ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝুঁকি নিয়ে মাদক অপরাধ রোধে কাজ করছে। সশস্ত্র মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দৃঢ় অভিযান পরিচালনা করে আসছে। জনসেবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টা চলমান রয়েছে।