দৈনিক তালাশ.কমঃজেলা প্রতিনিধিঃজামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন এবং তাদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপার মহোদয় তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করেন ও সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুমন কান্তি চৌধুরী, সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলার সকল ফাঁড়ি, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি