বন্দর থানা ক্রীড়া কল্যান পরিষদের কার্যালয়ের উদ্বোধন করেন,চন্দন শীল

দৈনিক তালাশ.কমঃ বন্দর প্রতিনিধি:নারায়ণগঞ্জ বন্দর থানা ক্রীড়া কল্যান পরিষদের কার্যালয়ের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ২৩ সেপ্টেম্বর ( শনিবার) বিকেলে কদম রসুল কলেজ সংলগ্ন সংগঠনের কার্যালয়ের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। কার্যালয়ের উদ্বোধন শেষে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সংগঠনের সভাপতি আলী আজহার তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ, সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বন্দর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব রোটারিয়ান কমল খান, ২৩ নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউসার আশা, ২৪ নং ওর্য়াড কাউন্সিলর আফজাল হোসেন, বন্দর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহসান উদ্দিন আহমেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন (স্যার), রতন (স্যার), মাসুম আহম্মেদ, জাকির হোসেন, কবির হোসেন, মিনহাজ উদ্দিন আহমেদ, কামাল হোসেন প্রমুখ। কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও উদ্বোধন করেন প্রধান অতিথি চন্দন শীল। জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল নিজে গান পরিবেশন করে সভাস্থল মাতিয়ে তুলেন। তার কন্ঠে মন মাতোয়ারা গান শোনে অনেকে প্রশংসা করেন। উপস্থিত অনেকে বলেন, দেশের জেলা পরিষদের যত চেয়ারম্যান আছে আমাদের চন্দন শীলের মত একজনও দেখি নাই। তার দুটি পা নেই। কে বলবে দাদার ‘পা’ নেই। তার পা হল নারায়ণগঞ্জের সর্বস্থরের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *