দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ:টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন বাগুটিয়াস্থ কেন্দ্রীয় সাধুসংঘ পাঠাগারের সাধারন সভা অনুষ্ঠিত। শনিবার (২৩ সেপ্টেম্বর) অপরাহ্নে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কেন্দ্রীয় সাধুসংঘের সভাপতি বাবু হরিমোহন পাল।
প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট দানবীর মানবতাবাদী ফাতিমা নওরীন। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মিনাল তালুকদার, হাফিজুর রহমান, কমল সাহা প্রমুখ। সাধুদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধু সিদাম ভৌমিক, সাধু গোবিন্দ, আলতাব শাহ ফকির প্রমুখ।
অনুষ্ঠানে সাহানুর রহমান শাহীন সভাপতি এবং আবুবকর সিদ্দিকী সাধারন সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।