দৈনিক তালাশ.কমঃটাঙ্গাইল প্রতিনিধ:টাঙ্গাইলে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা ২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কালিহাতী উপজেলা হলরুমে ইনতিজার শিশুবৃত্তির প্রতিষ্ঠাতা ও ইনতিজার পত্রিকার সম্পাদক অধ্যাপক এবিএম আব্দুল হাই’য়ের সভাপতিত্বে প্রধান আলোচক কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যাপক মো: জহুরুল হক বুলবুল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার (প্রাথমিক)। উক্ত অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক অভিভাবক এক মিলন মেলায় পরিণত হয়। কালিহাতী উপজেলা ও এলেঙ্গা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রি-ক্যাডেট ও কিন্ডারগার্ডেন স্কুলের ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়। তন্মধ্যে ১৯০ জন ট্যালেন্টপুল্ট ও এ গ্রেডে বৃত্তি লাভ করে। অভ্যর্থনায় ছিলেন ইন্তেজার পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী, সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজ , সাংবাদিক জাহাঙ্গীর,
দেবাশীষ কর্মকার প্রমূখ । অত্যন্ত উৎসবমুখর পরিবেশে। মেধাবী ছাত্র ছাত্রী তাদের সনদ ও ক্রেস্ট অতিথিবৃন্দের হাত থেকে গ্রহণ করে। ইনতিজার পত্রিকার সম্পাদক অধ্যাপক এবিএম আ: হাই বহু বাধা বিঘ্ন প্রতিকূলতার মধ্যে দীর্ঘ প্রায় ২৮ বছর যাবৎ এ পত্রিকা প্রকাশ করছেন। সাথে সাথে শিশু বৃত্তির মাধ্যমে শিশুদের মানষিক মেধা প্রকাশের জন্য প্রাণ-পণ চেষ্টা করে যাচ্ছেন।
সৈয়দ মহসীন হাবীব সবুজ
Post Views: 103