দৈনিক তালাশ.কমঃ নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁ বাস ও সিএনজি চালিত অটো-রিকশা শ্রমিক উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় দুটি বাস ও ১৫টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুরের শিকার হয়। দু- পক্ষের সংঘর্ষের ঘটনায় সড়কে যানবাহন চলাচল না করায় চরম দূর্ভোগের পড়েন সাধারণ যাত্রীরা। দু’ পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনাটি ঘটে নওগাঁর মান্দাতে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ফেরিঘাট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী।প্রত্যক্ষদর্শীরা সহ নির্ভরযোগ্য সুত্র জানায়, প্রথমে সিএনজি চালিত অটো-রিকশা শ্রমিকেরা মান্দা উপজেলার সাবাইহাট বাজার এলাকায় যাত্রীবাহী দুটি বাস ভাঙচুর করেন। এঘটনার পর মোটর শ্রমিক ইউনিয়ন এর শ্রমিকেরা মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় জড়ো হয়ে সিএনজি চালিত অটো-রিকশা শ্রমিকদের উপর চড়াও হোন এবং অটো-রিকশা ভাঙচুর করেন। শুক্রবার বিকেল ৩টার দিকে ফেরিঘাট সেতুর মুখে ও ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার উপর বাস রেখে রাস্তায় অবরোধ সৃষ্টি করে প্রতিবাদ ও বিক্ষোভ জানান মোটর শ্রমিকরা।সুত্র আরো জানায়, নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাট ও ফেরিঘাট এলাকায় দুপুর ২টা থেকে ৩টার মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে নওগাঁ টু রাজশাহী মহা-সড়কে বাস ও তিন চাকার যান চলাচল বন্ধ রয়েছে। সংবাদ সংগ্রহকালে ফেরিঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতি বলেন, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন-চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও অটো-রিকশা চালকরা নওগাঁ টু রাজশাহী মহাসড়কে জোর করে গাড়ি চালিয়ে আসছিল। তিনি আরো বলেন, এ নিয়ে দু’ পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজকে বেলা দুইটার দিকে সাবাইহাট এলাকায় সিএনজি চালক ও মালিকেরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে যাত্রীবাহী দুটি বাস ভাঙচুর করেন।
এ সময় বাস দু’টির চালক ও তার সহকারীকে মারধরও করা হয়। খবর পাওয়ার পর বাস শ্রমিকেরা এ ঘটনার প্রতিবাদ জানানোর জন্য মান্দার ফেরিঘাট এলাকায় রাস্তার উপর বাস রেখে (বাস চলাচল বন্ধ করে) প্রতিবাদ জানান।
অপরদিকে ঘটনার বিষয়ে সিএনজি-মালিক শ্রমিক সমিতি সাবাইহাট শাখার সভাপতি শফিকুল ইসলাম বলেন, নওগাঁ বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন সড়কের মোহাম্মদপুর সাইন বোর্ড এলাকায় অবৈধভাবে নতুন চেক পোস্ট বসিয়ে সিএনজি চালিত অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করেন। শুক্রবার নামাজের পর ফেরিঘাট থেকে রাজশাহীতে যাওয়ার সময় নতুন চেকপোষ্টে একটি অটোরিকশা থামিয়ে চালককে মারধর করে মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন।
এ ব্যাপারে জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। সংঘর্ষ এড়াতে ফেরিঘাট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সাথে আলোচনা চলছে।
উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ।