সরিষাবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদের উঠান বৈঠক

দৈনিক তালাশ.কমঃ জামালপুর প্রতিনিধি:আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) পৌরসভার ধানাটা এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে এই প্রচারণা মুলক উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন অধ্যক্ষ আব্দুর রশিদ সমর্থনকারী আ.লীগের নেতৃবৃন্দরা।

উক্ত উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা তেজগাঁও থানা আ.লীগের সভাপতি ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে নৌকা প্রতীকে এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদ।

এডভোকেট শহিদুল ইসলামের সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যানদের মধ্যে আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ গনি, পোগলদিঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামস উদ্দিন, ডোয়াইল ইউনিয়ন আ.লীগের সভাপতি জলিল ফকির, ভাটারা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া, আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম, সেলিম, নিটুল ইসলাম, সেলিম রেজা, সাতপোয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পল্লব সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলু প্রমুখ।

এসময় উঠান বৈঠকে অধ্যক্ষ আব্দুর রশিদ সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড নিয়ে বলেন, ‘দেশের উন্নয়নের পাশাপাশি ১৮কোটি মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা অনেক কিছু করেছেন। এদেশের জনগনের জন্য শেখ হাসিনার বিকল্প আর কিছু নেই। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে শতভাগ জয়যুক্ত করতে হবে।

কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি
সরিষাবাড়ি,জামালপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *