দৈনিক তালাশ.কমঃ নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় ৪দিন ব্যাপী কথক নৃত্যের কর্মশালা’শুরু হয়েছে।বুধবার ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মশলা নওগাঁর ‘নৃত্যাঞ্জলি একাডেমীর’ এর আয়োজনে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ নাচের স্কুলে নাচের প্রশিক্ষণ নেয়। উদ্বোধনী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নৃত্যাঞ্জলি একাডেমীর উপদেষ্টা, চ্যানেল আই এর নওগাঁ প্রতিনিধি ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন ও যমুনা টিভি’র স্টাফ রিপোর্টার ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন ওপার বাংলার (ভারতের) কলকাতার রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যের ওপর পি.এইচ.ডি ডিগ্রি অর্জনকারী ড. মানব পাড়ই।নৃত্যাঞ্জলি একাডেমি’র পরিচালক শহিদুল ইসলাম সেলিম জানান, আমরা বছরে দু’বার এমন কর্মশালা করে থাকি। বাচ্চারা যেনো শুদ্ধ নৃত্য চর্চা করতে পারে। কারণ নাচ এখন বহুদূর এগিয়ে গেছে। মানুষ এখন নাচের উপর পড়াশোনা করছে। আমার প্রতিটা অভিভাবকদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে সাহস এমন আয়োজনে জুগিয়েছেন।
উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ
তারিখ ২২/৯/২৩