দৈনিক তালাশ.কমঃ অভিযান-০১(১৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ কাজী আব্দুল মান্নান, এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.৪০ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানাধীন গয়ড়া সাকিনস্থ জনৈক রফিকুল ইসলামের বসতঘরের পিছনে জনৈক এরশাদের পারিবারিক কবরস্থান হইতে অজ্ঞাতনামা পলাতক আসামীর ফেলে যাওয়া মতে ০৫ (পাঁচ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন।
জব্দকৃত গাঁজার মূল্য অনুমান ৩,০০,০০০/-।
এ সংক্রান্তে এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(১৭ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ আরিফুল ইসলাম, সঙ্গীয় এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাস, এএসআই(নিঃ)/৫৬২ নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২১.১৫ ঘটিকার সময় চৌগাছা থানাধীন ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামস্থ রাজাপুর বাজারে জনৈক শরিফুল ইসলাম এর দর্জি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ সোহেল রানা (২৫), পিতা- মৃত সামাউল, মাতা-রহিমা বেগম, ২। মোঃ আঃ সালাম (৪৫), ৩। মোঃ কবির (৫০), উভয় পিতা- মৃত আইজেল মন্ডল, মাতা- মৃত কদভানু, সর্ব সাং- রাজাপুর বাজারপাড়া, থানা- চৌগাছা, জেলা- যশোরদেরকে ২০ (বিশ) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
জব্দকৃত গাঁজার মূল্য অনুমান ৬০,০০০/-।
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।