বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজ নিলেন পুলিশ সুপার,ফরিদপুর

দৈনিক তালাশ.কমঃফরিদপুরে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। যাদের সবাই চিকিৎসার জন্য যাচ্ছেন নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র সমূহে। আজ ১৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

এসময় তিনি সকলকে ডেঙ্গু বিষয়ে সচেতন হতে বলেন। তিনি বলেন- “ডেঙ্গু হতে নিরাপদ থাকার জন্য সবাইকে সচেতন হতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।” এছাড়া তিনি হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও কর্মীদের সাথে সাক্ষাত করেন। রোগীদের সাথে উত্তম ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন জনাব ডঃ এনামুল হক, পরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর, জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদুপর, জনাব এম.এ জলিল, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, ফরিদপুরসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *