দৈনিক তালাশ.কমঃঘটনাঃ গত ইং ০৮/০৯/২০২৩ তারিখে পাবনা জেলার সদর থানাধীন জালালপুর বাজার হইতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিম মোঃ আকমল হোসেন, পিতাঃ মৃতঃ আঃ কাদের, সাং-জোতগরি জালালপুর, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা এর ইজিবাইক ভাড়া করে সুজানগর থানাধীন দইপাড়া নামক জায়গায় বিয়ের দাওয়াত খাওয়ার নাম করে নিয়ে যায়।
অজ্ঞানামা বক্তিরা দুপুর ০২.০০ ঘটিকার সময় ভিকটিম মোঃ আকমলকে বাড়ী বাড়ীতে খা্ওয়ার কথা বলে বাড়ীর ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তির অপর সহযোগীরা উক্ত ইজিবাইকটি নিযে পালিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ইং ১৬/০৯/২০২৩ তারিখ সুজানগর থানা ভিকটিম আকমল বাদী হয়ে একটি চুরি মামলার করেন। যাহার মামলা নং ১৩ তারিখ ১৬/০৯/২০২৩ইং ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ মাসুদ আলম স্যারের তত্ত্বাবধায়নে ওসি ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতেৃত্ব ইং ১৭/০৯/২০২৩ তারিখ উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সহ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) সাগর কুমার সাহা সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাবনারটেক, ভাদাইল, গাজীচর এলাকার বিভিন্ন জায়গায় দুইদিন ব্যাপী অভিযান পরিচালনা করিয়া আন্ত জেলার ইজিবাইক চোর চক্রের মুল হোতা মোঃ মঞ্জিল হোসেন জনি সহ তার অপর সহযোগী ০৪(চার) জন ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য ০৭ (সাত) টি চোরাই ইজিবাইক সহ আটক করা হয়।
ধৃত আসামীদের নাম ঠিকানা:
১। মোঃ মঞ্জিল হোসেন জনি (২৬), পিতাঃ কাশেম আলী সাং-ধোপাদহ, থানাঃ সাথিয়া, জেলাঃ পাবনা, বর্তমান সাং-গাজীরচর, থানাঃ আশুলিয়া, জেলাঃ ঢাকা।
২। মোঃ রিপন হোসেন (৩৭), পিতাঃ মৃতঃ একাব্বর আলী, সাং-করমজা ঋষিপাড়া, থানাঃ সাথিয়া, জেলাঃ পাবনা।
৩। মোঃ সাইদুল ইসলাম ওরফে ডুবার সাইদুল (২২), পিতাঃ মোঃ নজরুল ইসলাম, সাং-ধোপাদহ, থানাঃ সাথিয়া, জেলাঃ পাবনা
৪। মোঃ রেজাউল প্রাং (৩৫), পিতাঃ মৃতঃ জাবেদ আলী প্রাং, সাং-পিরপুর, থানাঃ আতাইকুলা, জেলাঃ পাবনা
৫। মোঃ মাসুদ রানা (৩০), পিতাঃ মোঃ জসিম উদ্দিন, সাং-রশিদ পুর, থানাঃ জামালপুর সদর, জেলাঃ জামালপুর, বর্তমান সাং-গাজীরচর, থানাঃ আশুলিয়া, জেলাঃ ঢাকা।
ধৃত আসামী মোঃ মঞ্জি