দৈনিক তালাশ.কমঃ জাতীয় পতাকা নিয়ে যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে শহর ও আশপাশের মহাসড়কে অবরোধ বিরোধী শান্তি শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি জামায়াতের ডাকা ৮ম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের এবং হরতালের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ৩০ নভেম্বর দুপুর দিকে নগরীর আল্লামা ইকবাল রোড এলাকা থেকে অবরোধ বিরোধী মিছিল বের হয়।এসময় তার বাসভবন থেকে বের হয়ে চাষাঢ়া হয়ে , আদমজী-চিটাগাং রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, লিংকরোড ও নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নিজ বাসভবনের সামনে এসে মিছিলটি সমাপ্তি হয়।