দৈনিক তালাশ.কমঃনিজস্ব প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী মো: সালাউদ্দিন খোকা মোল্লা (খোকা মোল্লা) তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকতা মাহমুদুল হকের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেয়ার শেষে খোকা মোল্লা সাংবাদিকদের বলেন, আমি একজন প্রার্থী হিসেবে মনে করছি এবারের নির্বাচন অংশগ্রহনমূলক ও সুষ্ঠু হবে। আমি একজন দলের প্রার্থী। এখন পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মোতাবেক মাঠে আছি। যদি কেন্দ্র থেকে তেমন কোন নির্দেশ না আসে, তাহলে শেষ পর্যন্ত মাঠে থাকবো, ইনশাআল্লাহ্।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখন পর্যন্ত তেমন কোন চাপ বা হুমকি ধমকি আসে নাই। আশা করছি নির্বাচনে তেমন কোন হুমকি ধমকি আসবেনা। যদি আসে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে পরবর্তি পদক্ষেপ গ্রহন করবো।
এসময় তার সাথে ফতুল্লার বিভিন্ন পর্যায়ের জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।