দৈনিক তালাশ.কমঃমো:জাহিদ হাসান বিশেষ প্রতিনিধি:
সপ্তম দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে রাজধানীর মগবাজারে মিছিল করেছে বিএনপি। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এ মিছিলে অংশ নেন।
সোমবার বিকেলে মগবাজার রেড ক্রিসেন্ট সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি মগবাজার রেলগেট এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা ঘোষিত তফসিলকে একতরফা দাবি করে তা বাতিলের পক্ষে স্লোগান দেন। মিছিলকারীরা একতরফা নির্বাচনের আয়োজনকে প্রহসন ও গণতন্ত্রকে হত্যার নীলনকশা বলে অভিহিত করেন।মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, মামুন বিল্লাহ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মাহবুব ফরাজি, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রথম সহ-সভাপতি তানজিল হাসান, যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, হাসিবুল হাসান সজিব, তৌহিদুল ইসলাম এরশাদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুল আলম আল আমিন, শাহাদাত হোসেন বুলবুল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, আসিফ হোসেন রচি, সহ-সাধারণ সম্পাদক বায়োজিদ হোসেন, রুহুল আমিন হিমেল, সোহেল সরকার, কৃষক দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিশাত, ঢাকা বিশ্ববিদ্যাল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সাইমুন, সহ-সভাপতি আল আমিন মৃধা, সায়রা চন্দ্রা সারা, যুগ্ম সম্পাদক সজিব মৃধা ও সাদেক হোসেন।এছাড়া তেজগাঁও কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনকির হাসান সাগর, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হিমেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক ইজাবউল মল্লিক, শরিফুল ইসলাম, গোলাম রাব্বানী, জহিরুল ইসলাম শুভ, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন রিপন, সাইফ পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিয়ান জোয়ার্দার, গেন্ডারিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিল সিকদার, বংশাল থানা ছাত্রদল নেতা জুনায়েদ ইভান শান্ত, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির রোমান, ৯৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক ইয়াসিন তানজিম সোহাগ ও ইমামুল হাসান প্রমুখ অংশ নেন।