দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগের সভাপতি কাসেম সম্রাট ও সাধারণ সম্পাদক রানা আহম্মেদ। গতকাল রবিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগের সভাপতি কাসেম সম্রাট বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে জননেতা এ.কে.এম শামীম ওসমানকে মনোনীত করায় সদর থানা কৃষকলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এবং আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট চাই নারায়ণগঞ্জ বাসীর কাছে। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেতা এ.কে.এম শামীম ওসমানের নৌকাকে বিপুল ভোটে বিজয় করে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী করবো ইনশাল্লাহ।