দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব বিশেষ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন টাংগাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বাধীনতার ইশতেহার পাঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার খলিফার এক খলিফা মরহুম শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার শুক্লা সিরাজের পক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের শর্ত মোতাবেক এক পার্সেন্ট ভোটারের স্বাক্ষর সংগ্রহ চলছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেল তিনটায় সরোজমীনে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষের কক্ষে এই স্বাক্ষর প্রসঙ্গে স্বাক্ষর সংগ্রহ নিয়ে কাজ করতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতার ইশতেহার পাঠক ঢাকা বিশ্ববিদ্যালয় চার খলিফার এক খলিফা মরহুম শাহজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার শুক্লা সিরাজ, কলেজের অধ্যক্ষ ও শিক্ষক কর্মচারীবৃন্দ। এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার শুক্লা সিরাজ বলেন, তার মা প্রবীণ ও দক্ষ রাজনীতিবিদ রাবেয়া সিরাজ একটু আগে এখানে ছিলেন। অসুস্থ এক রোগী দেখতে তিনি টাঙ্গাইল চলে গিয়েছেন। অর্থাৎ শুক্লা সিরাজের নির্বাচনে অংশগ্রহণ তিনি সমর্থন করেছেন। ব্যারিস্টার শুক্লা সিরাজ আশা পোষণ করেন, তার পিতা-মাতার ঐতিহ্য, ভালোবাসা জনগণ এখনো ভুলিনি। গতকাল শুক্রবার ২৪ নভেম্বর কালিহাতী উপজেলাধীন দুর্গাপুর, দশকিয়া, পটল,) পৌজান, কালিবাড়ির বিভিন্ন স্থানে ঘুরে তিনি আশাবাদী। উপজেলাবাসী কালিহাতীর জনগণের দুঃসময়ে শুক্লা সিরাজকে এমপি হিসেবে দেখতে চান।