দৈনিক তালাশ.লমঃ বিএনপির ডাকে ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ সফল করতে প্রথম দিনে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এর নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
অবরোধ সফল করতে আজ বুধবার(২২ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি যাত্রাবাড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা আজম চৌধুরী নাহিদসহ অনেকেই। মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রসঙ্গত, বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, যুগপতের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টিসহ বেশ কয়েকটি দল এ কর্মসূচি পৃথকভাবে পালনের ঘোষণা দিয়েছে।