দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি :টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন বর্তা হাসনা মোকছেদ মাদরাসা ও এতিমখানায় ১২তম ওয়াজ মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২২ নভেম্বর ) বাদ আসর মাদ্রাসা প্রাঙ্গণে তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার আজীবন দাতা সদস্য মো: আব্দুল বারেক। প্রধান অতিথি সহদেবপুর দারুল সুন্নাহ মাদ্রাসার সভাপতি মো: আতিকুর রহমান, বিশেষ মেহমান এলেঙ্গার ইপিআর মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মীযানুর রহমান (দা:বা), আমন্ত্রিত ওলামায়ে কেরাম নাটোরের উপশহরের রওজাতুল উলুম মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট আলেমেদীন তাফসিরে কোরআন হাফেজ হযরত হযরত মাওলানা মো: রেজাউল করিম নাটরী (দা:বা:), টাঙ্গাইলের গোপালপুর উপজেলাধীন দারুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মাহাদি হাসান (দা:বা:), এলেঙ্গা বাসষ্ট্যান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা ছানোয়ার হোসাইন সাইফি (দা:বা:), খিলদা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহাম্মদ আবুল হাসেম সিরাজী (দা:বা:), আয়োজনে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো: নজরুল ইসলাম। মহিলাদের পর্দার আড়ালে বসার আয়োজন করায় শত শত নারী আল্লাহর কোরআন ও আমার নবীর সুন্নাহ সম্পর্কে জানার জন্য ও সকল গোনাহ মাফ চেয়ে শেষ পযর্ন্ত বয়ান শুনেন।