নওগাঁ আবারও দূর্বত্তের ছুরিকাঘাতে মামুন নামে এক বিক্রয় প্রতিনিধির মর্মান্তিক মৃত্যু হয়েছে

দৈনিক তালাশ.কমঃনওগাঁ প্রতিনিধি: নওগাঁ:নওগাঁয় আবারো দূর্বত্তের ছুরিকাঘাতে মামুনুর রশিদ মামুন (৩৫) নামে প্রাণ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ মামুন সদর উপজেলার মাতাসাগর গ্রামের জুয়েল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুনুর রশিদ মামুন একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। প্রতিদিন সকালে ব্যাটারি চালিত অটোরিকশায় ফুড প্রডাক্ট (খাদ্য সামগ্রি) নিয়ে বিভিন্ন দোকানে বিতরণ করেন। ওইদিনই বিকেলে আবার দোকানগুলো থেকে জিনিস পত্রের মূল্য হিসেবে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বক্তারপুর এলাকায় মোটর সাইকেল নিয়ে এসে দূর্বত্তরা পথরোধ করে শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করে চলে যায়। শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে হাতে-পায়ে ও বুকে গুরুত্বর জখম ছিল। সাথে সাথেই স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।নওগাঁ পদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিব হাসান বলেন, শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বুকে ফুসফুসে গুরুত্বর আঘাতের কারণে তার মৃত্যু হতে পারে। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান তিনি।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *