দৈনিক তালাশ.কমঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা। আজ ১৯ নভেম্বর রবিবার সকালে তিনি দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আগামী কাল সোমবার নির্বাচন কমিশনের নিয়ম মেনে মনোনয়ন পত্র জমা দিবেন বলে জানিয়েছেন তিনি।মনোনয়নপত্র সংগ্রহ করার পর তিনি বলেন, সকলেই সালাম ও শুভেচ্ছা নিবেন। মহান আল্লাহর অশেষ রহমতে ২০৫, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন ফরম উঠালাম। আগামীকাল ২০ নভেম্বর ২০২৩, সোমবার সকাল ১০ টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, আাওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় মনোনয়ন ফর্ম জমা দেব, ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, দীর্ঘ রাজনৈতিক জীবনের এই স্বীকৃতিটুকু যেন আল্লাহ দান করেন ।