সহদেবপুর দ:পাড়া মোঃ জহুরুলের আয়োজনে ওয়াজ মহফিল অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি :সহদেবপুর দ: পাড়া মো. জহুরুলের আয়োজনে ওয়াজ মহফিল অনুষ্ঠিত। শুক্রবার (১৭ নভেম্বর) বাদ আসর সহদেবপুর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী হযরত মাওলানা মো. ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন টাঙ্গাইল থেকে আগত হযরত মাওলানা আবদুল্লাহ আল মামুন। অন‍্যান‍্য বক্তারা হলেন সহদেবপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আশরাফুল ইসলাম, মুলিয়া পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. হাফিজ উদ্দিন ও মুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আজমত ও একই ওয়ার্ডের বতর্মান মেম্বার মো. আব্দুল বাছেদ, মো. হযরত আলী, আয়োজনকারী মো. জহুরুল ইসলাম, মো. আসির উদ্দিন, বাংড়া থেকে আগত বিশিষ্ট ব‍্যবসায়ী মো. খলিলুর রহমান, মো. বাদশাহ, মো. মোতালেব, মো. ছনেট প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *