দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসিন হাবিব সবুজ,বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন বাংড়া ইউনিয়নের বাংড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রায় দুইশত বছর পর ভেঙে পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন। শুক্রবার (১৭ ই নভেম্বর) সকাল ১০টায় বাংড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মসজিদ কমিটি ও গ্রামবাসী। তিনতলা ফাউন্ডেশন এর প্রায় ২১০০ স্কয়ার ফিট মসজিদটি নির্মাণে প্রাক্কলিত বাজেট প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা। যার সম্পূর্ণ অর্থ গ্রামবাসী বা তাদের আত্মীয়-স্বজন এ মসজিদ বেঁয়ে আর্থিক সহযোগিতা করার স্বেচ্ছায় অঙ্গীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন শুধুমাত্র সেই ব্যক্তিই এই মসজিদ নির্মাণে আর্থিক সহযোগিতা অংশগ্রহণ করেছেন বা করবেন বলে অঙ্গীকারাবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম ও খতিব মোঃ সাইদুর রহমান। উদ্বোধনী প্রথম কোদাল চালিয়ে মাটি খনন করেন অত্র মসজিদের পরিচালনা পর্ষদের সাবেক সেক্রেটারি সৈয়দ আজিজুল হোসাইন সাঈদ। পর্যায়ক্রমে অত্র মসজিদ কমিটি ও গ্রামবাসী উদ্বোধনী কোদাল চালনা করেন।