দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি:নওগাঁর পোরশা উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সরাইগাছী-সাপাহার সড়কের সরাইগাছি খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী (৩৪) পোরশা উপজেলার সরাইগাছী গ্রামের মোহাম্মদ নুরুর ছেলে। সরাইগাছী বাজারে আইয়ুব আলী একটি দোকান ভাড়া নিয়ে চা বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে সরাইগাছি বাজারের চায়ের দোকানে আসেন আইয়ুব আলী। দুপুরে বাড়ি ফেরার জন্য খাদ্যগুদামের পাশের সড়কে মোড় ঘোরার সময় সাপাহারের দিক থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর অবস্থায় স্থানীয়রা আইয়ুবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় বিষয়টি জেনেছি। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি।
নওগাঁ প্রতিনিধিঃ।