টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল শুভ উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি :টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন‍্যা শেখ হাসিনা ” টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের নূতন ১৫ তলা ভবনের চতুর্থ তলায় কনফারেন্স রুমে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনটি করেন। গ্রাউন্ড ফ্লোরে উপস্থিত হয়ে ফলক উম্মোচন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান ফারুক। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম, টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য মোঃ সানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ ভুয়াপুর-গোপালপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, অত্র হাসপাতালের

পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন, টাঙ্গাইলের পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, বিএমএ টাঙ্গাইল শাখার প্রেসিডেন্ট ও সাবেক ডিপুটি ডাইরেক্টর শেখ হাসিনা মেডিকেল কলেজ ও টাঙ্গাইলের সাবেক সিভিল সার্জন ডাক্তার সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইলের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সরোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পলু, টাঙ্গাইল পৌরসভার ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান, টাঙ্গাইল সদর হসপিটালের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিনজু। টাঙ্গাইল ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মো. নজরুল ইসলাম, হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী, হাসপাতাল শাখার ছাত্রলীগ, সাংবাদিকতা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *