সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

দৈনিক তালাশ.কমঃবিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।

সোমবার (১৩ নভেম্বর) রাত সোয়া ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ২নং ঢাকেশ্বরী জালকুড়ি রোড এলাকায় এ রবিন নামের এক ব্যক্তির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, এলাকাবাসীর খবর পাওয়া মাত্রই আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *