সেলিম ওসমানের মতবিনিময় সভায় রফিক মেম্বারের শোডাউন

দৈনিক তালাশ.কমঃ নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানের মত বিনিময় সভায় বিশাল শোডাউন করেছে গোগনগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম (রফিক)। রোববার (১২ নভেম্বর) বিকালে সদর থানাধীন গোগনগরের সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে ওই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় মেম্বার রফিকের নেতৃত্বে প্রায় সহ কর্মী সমর্থক বিশাল মিছিল নিয়ে যোগদান করে। মিছিলটি সৈয়দপুর আমতলা থেকে শুরু করে বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লা প্রদক্ষিণ করে।এ সময় মিছিলে থাকা কর্মী সমর্থকরা সেলিম ওসমানের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন। প্রায় সহ কর্মী সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সৈয়দপুর এলাকা। পরে মিছিলটি সেলিম ওসমানের মতবিনিময় সভায় যোগদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *