দৈনিক তালাশ.কমঃ ঘটনা ও গ্রেফতারের বিবরণঃজেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় জেলা পুলিশ যশোর প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। জনৈক আনিসুর রহমান (৪৪), পিতামৃত- হাজী আতিউর রহমান, সাং- পুরাতন কসবা কাঁঠালতলা, থানা- কোতয়ালী, জেলা- যশোর গত ১১/১১/২৩ খ্রিঃ তারিখ যশোর ডিবি অফিসে এসে মৌখিকভাবে জানায় যে, তার ছেলে জাকারিয়া রহমান শান্ত (১৭) সকাল ১০:০০ ঘটিকায় বন্ধুদের সাথে দেখা করবে মর্মে বাসা থেকে বের হয়। একই তারিখ সকাল ১১:২৩ ঘটিকায় বাদীর মোবাইল নম্বরে কল করে অজ্ঞাতনামা মোবাইল নম্বর হতে ২০,০০০/= টাকা মুক্তিপণ দাবি করে।
ডিবি যশোরের এলআইসি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের সনাক্তসহ অবস্থান নিশ্চিত করে এবং একই তারিখ কোতয়ালী মডেল থানাধীন পূর্ব বারান্দিপাড়া লিচুতলা হতে ঝুমঝুমপুর গামী পাকা রাস্তার পাশে বাবুর বাগানে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামী (১) মারুফ হোসেন @ মুকুল (১৯), (২) রিপন (২২) দেরকে ০২টা বার্মিজ চাকুসহ গ্রেফতার করেন এবং ভিকটিমকে উদ্ধার করেন।
এ সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং-৩৩, তাং-১২/১১/২৩ খ্রিঃ, ধারা-৩২৩/৩৬৩/৩৮৫/৫০৬/১০৯ পেনাল কোড রুজু হয়েছে। মামলাটি এসআই শফি আহমেদ রিয়েল, জেলা গোয়েন্দা শাখা, যশোর তদন্ত করছেন।
আসামীর তথ্যঃ
(১) মারুফ হোসেন @ মুকুল (১৯), পিতা- ওমর ফারুক, (২) রিপন (২২), পিতা- মনসুর মোল্লা, উভয়সাং- বারান্দি মোল্লাপাড়া বাঁশতলা, থানা- কোতয়ালী, জেলা- যশোর।