দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ রুবেল মৃধা (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৮ নভেম্বর) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ফেরীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিন ভিকটিমকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ এর সিপিসি-১ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ।
মো. রুবেল মৃধা মুন্সিগঞ্জের লৌহজং থানার মৃত খোকা মৃধার ছেলে।
র্যাব জানায়, বিয়ের আগে থেকে মামলার বাদীর মেয়ের প্রতি আসামীর ‘কুনজর’ ছিল। বিয়ের পর ভিকটিম বাবার বাড়িতে বেড়াতে এসে মার্কেট করার জন্য বাড়ির বাহিরে বের হলে আসামি একটি মাইক্রোবাসে ভিকটিম ও তার শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যেয়ে ভিকটিমকে ধর্ষণ করে। গত ৩ অক্টোবর ফতুল্লা মডেল থানায় অপহরণকারীর বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পরে র্যাব অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রধান আসামী রুবেল মৃধাকে গ্রেফতার ও ৩ জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় ।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাদেরকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।